শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে পরিষদের হল রুমে চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের আহবায়ক কাইছার সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা আ. লীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা বিকম, যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মোঃ তাহের, উপ দপ্তর সম্পাদক কাইমূল ইসলাম, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ. লীগের সভাপতি আবুল কালাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু জাফর ছিদ্দিকী, উপজেলা ছাত্রলীগ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান তুহিন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় জনসাধারণ, ওয়ার্ড- ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷
ইফতারের পূর্বে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগী বীর শহীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য, দেশের জন্য প্রাণদানকারী সকল শহীদের আত্মার শান্তি কামনা, সকল দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পরে মোনাজাত পরিচালনা করেন মৌলানা মোঃ নেছার কুতুবী৷