নিজস্ব প্রতিবেদক:
লোহাগাড়া উপজেলার পূর্ব লোহাগাড়া লম্বাদিঘি পাড় হযরত আবু বকর সিদ্দিকী (রা:) হেফজখানা ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ইব্রাহিম।
বুধবার (২৭ এপ্রিল) উপজেলা সদর লম্বা দিঘি পাড় সংলগ্ন হযরত আবু বকর সিদ্দিকী (রা:) হেফজখানা ও এতিমখানায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন প্রবাসী মো. আরমান।
লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি ও হযরত আবু বকর সিদ্দিকী (রা:) হেফজখানা ও এতিমখানারর প্রতিষ্ঠাতা সভাপতি বিশষ্ট শিল্পপতি ও সমাজকর্মী সরওয়ার আলম কোম্পানীর সভাপতিত্বে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ বাসেত আলী, মাওলানা নুরুল কবির, ব্যাংকার মুজাহিদ হোসাইন সাগর, প্রবাসী মো. আরমান, ব্যবমায়ী জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, সাংবাদিক জাহেদুল ইসলাম, মো. ফৌজুল কবির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।