শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
কক্সবাজারের কুতুবদিয়া থানা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) কুতুবদিয়া থানা প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর হায়দারের সভাপতিত্বে এবং ওসি তদন্ত আমিন কাদের খাঁনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নুরের জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খন্দকার মাহামুদুল হাসান,উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা শাহীন আবদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর,কুতুবদিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দু সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, থানার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ইফতারের পূর্বে দেশের সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।