নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা:
আনোয়ারায় হতদরিদ্র অসহায় ও প্রতিবন্ধীসহ ২৬ পরিবারকে নগদ এক লাখ ৮০ হাজার টাকা বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আয়শা খান এমপি।
বুধবার(২৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদে ওয়াসিকা আয়শা খান এমপির পক্ষে এসব অর্থ বিতরণ করেন দক্ষিণ জেলা তাঁতীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আজিজুল হক ও যুবলীগ নেতা নাজিম উদ্দিন ছোটন।
আজিজুল হক বলেন, প্রতিবছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় ওয়াসিকা আয়শা খান এমপি মহোদয়ের পক্ষে হতদরিদ্র অসহায় ও প্রতিবন্ধীসহ ২৬ পরিবারকে এক লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এসময় উপকারভোগীরা এমপি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করনে।