মুজিববর্ষে ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে লোহাগাড়ায় আশ্রয়নে মাথা গোঁজার ঠাঁই হচ্ছে ১৪৫ পরিবারের। ২৬ এপ্রিল তৃতীয় ধাপে ১৪৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এ ঘর সারাদেশ ব্যাপী একযোগে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৪ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
তিনি আরো বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় ধাপে লোহাগাড়ায় ১৯৬ পরিবার পাচ্ছেন ভূমিসহ নতুন ঘর। এর মধ্যে আগামী ২৬ এপ্রিল ১৪৫ টি ঘর বুঝিয়ে দেয়া হবে। দেশের অন্যান্য উপজেলার সঙ্গে ভার্চুয়ালি মাধ্যমে যুক্ত হয়ে এসব ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি ঘরের জন্য সরকার নির্মাণ ব্যয় ধরেছে ২ লাখ ৪৫ হাজার টাকা। দ্বি-কক্ষ বিশিষ্ট এই সেমিপাকা ঘরে সংযুক্ত রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে। লোহাগাড়ায় ১৪৫টি ঘরের মধ্যে পদুয়ার ৫২ পরিবার, আমিরাবাদের ১৮ পরিবার, পুটিবিলার ৩১ পরিবার, কলাউজানের ২৩ পরিবার, চুনতির ১১ পরিবার এবং বড়হাতিয়ার ১০ পরিবার।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসিিনক কর্মকর্তা মোসলেম উদ্দিন, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিনসহ লোহাগাড়ার সকল র্কমরত সাংবাদিকবৃন্দ।