লোহাগাড়া চক্ষু হাসপাতাল পরিদর্শন করেছেন সাতকানিয়া-লোহাগাড়া নারী জাগরণের অগ্রদূত বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় কমাটির কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে তিনি এ চক্ষু হাসপাতালের প্রতিটি সেক্টর সহ অপারেশন থিয়েটার পরিদর্শন করে সন্তষ্টি প্রকাশ করেন এবং মূল্যবান পরামর্শ প্রদান করেন। চক্ষু হাসপাতাল এর উদ্দ্যেগে, প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের বিনামুল্যে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন। একজন প্রতিবন্ধী রোগীর চিকিৎসা এবং নিজের চোখের পাওয়ার পরীক্ষা করেন। শেষে লেহাগাড়া চক্ষু হাসপাতালের ভূয়েসী প্রসংশা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও লোহাগাড়া ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল, লোহাগাড়া চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতে চেয়ারম্যান এবং লোহাগাড়া বিআরডিবির চেয়ারম্যান সমাজকর্মী আরমান বাবু রোমেল, সংগঠনের সহ-সভাপতি আবুল কাশেম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমূখ।