জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন এর পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে লোহাগাড়া ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের হল রুমে ৭ জন প্রতিবন্ধী ব্যক্তিদের এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
উক্ত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রিজিয়া সোলতানা চৌধুরী।
এসোসিয়েশনের সভাপতি শ্রী নিবাস দাশ সাগরের সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক লোহাগাড়া ডায়বেটিস ও চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজকর্মী আরমান বাবু রুমেল, সংগঠনের সহ-সভাপতি এম এ কাশেম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লোহাগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীন আকতার, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গৌতম দাশ, লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের ম্যানেজার মো. শাহাব উদ্দিন, লোহাগাড়া সদর বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মো. রাশেদুল ইসলাম, ইউপি সদস্য মুহাম্মদ নেজাম উদ্দিন, মুহাম্মদ ফরমান উদ্দিন প্রমুখ।