বুধবার সকাল থেকে কাল বৈশাখী ঝড়ে লোহাগাড়ায় লন্ডভন্ড হয়েছে। ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি। যার ফলে সকাল থেকে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। অনেকে আহত হয়েছেন বলে খবরও পাওয়া গেছে।
সরজেমিন পরিদর্শনে দেখো যায়, কাল বৈশাখী ঝড়ো বাতাসে বেশ কয়েকটি গ্রামের শতাধিক বসত বাড়ির টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ি-ঘরের ওপর ভেঙে পড়েছে গাছপালা। সন্ধ্যা সাড়ে ৬টা এই পর্যন্ত লোহাগাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ শাহজাহান জানান, কাল বৈশাখী ঝড়ো বাতাসে লোহাগাড়া উপজেলার বিভিন্ন জায়গায় প্রায় ২০/২৫টির মতো বৈদ্যুতি খুঁটি ভেঙে গেছে। শতাধিক স্থানে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের উপর গাছ পড়ে ছিঁড়ে গেছে তার। লাইন মেরামতের জন্য কাছ করছে। লাইন ঠিক করে চালু করার চেষ্টা করছি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আহসান হাবিব জিতু বলেন, ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শনে করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারে সহযোগিতা করা হবে।