লোহাগাড়ায় ১৯শ পিস ইয়াবা ট্যাবা ট্রাবলেটসহ রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত নুরুল আমিন (২৩) কক্সবাজারের টেকনাফ উনসিপ্রাং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প সি-ব্লক এলাকার আবু সিদ্দিক এর ছেলে।
গত ১৮ এপ্রিল রাতে উপজেলার চুনতি জাঙ্গালীয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মাহসড়কে যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিুকর রহমান এর নেতৃত্বে এসআই সামছুদ্দৌহা সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি অভিযান চালিয়ে এক রোহিঙ্গা যুবককে ইয়াবাসহ গ্রপ্তার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।