আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি, বান্দরবান:
পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বিভিন্ন মসজিদে রোজাদারদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
মঙ্গলবার (১৯ এপ্রিল ) সকালে নাইক্ষ্যংছড়ির বাইশারী মডেল নূরানী এবতেদায়ী মাদ্রাসার হল রুমে সংলিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ১৩ টি জামে মসজিদের ইমামদের মাঝে রোজাদারদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চনা,আলু,পিঁয়াজ, ও তৈল।
বাইশারী মডেল নূরানী এবতেদায়ী মাদ্রাসার সভাপতি ও বাইশারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের নব-নির্বাচিত সভাপতি একরামুল হক রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবকন্ঠ নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবদুর রশিদ।
এসময় মুঠোফোনে আলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন বলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে আলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশনের পক্ষ পার্বত্য এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করে আচ্ছেন। তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজানে রোজাদার যাহাতে সুন্দর করে ইফতার করতে পারেন তাহাদের জন্য এই ইফতার সামগ্রী ভবিষ্যতে আরও বিশাল আকারে উদ্যোগ নেওয়া হবে।