নিজস্ব প্রতিবেদক:
লোহাগাড়া মাহিন্দ্রা-জিতু শ্রমিকদের মাঝে নগদ ও ঈদ পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে লোহাগাড়া আরকার সড়ক মাহিন্দ্রা জিতু চালক সমবায় সমিতি লি: এর উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ নগদ অর্থ ও পোশাক সামগ্রী বিতরণ করা হয়।
লোহাগাড়া আরকার সড়ক মাহিন্দ্রা জিতু চালক সমবায় সমিতি লি: এর সভাপতি মো. এরশাদ এর সভাপতিত্বে শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক খোকন সুশীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম. দপ্তর সম্পাদক রায়হান সিকদার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন- লোহাগাড়া আরকার সড়ক মাহিন্দ্রা জিতু চালক সমবায় সমিতি লি: এর সাধারণ সম্পাদক মো. কায়েস, সহ-সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর, অর্থ সম্পাদক সাহাব উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, লাইন সম্পাদক মোহাম্মদ তারেক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুলো, প্রচার সম্পাদক মোহাম্মদ আনোয়ার, কর্যকরি সদস্য মোহাম্মদ হেলাল, মোহাম্মদ দেলোয়ার ও মোহাম্মদ হেলাল প্রমূখ।
লোহাগাড়া আরকার সড়ক মাহিন্দ্রা জিতু চালক সমবায় সমিতি লি: এর সভাপতি মোহাম্মদ এরশাদ বলেন, সমিতিতে ৭০ জন সদস্য রয়েছে। সদস্যদের কল্যাণে সদস্যদের কাছ থেকে প্রতিদিন সঞ্চয় সংগ্রহ করা হতো। তাদের সঞ্চয় টাকা প্রতিবছর মাহে রমজানে হিসাব-নিকাশ শেষে সঞ্চয়ের মূল টাকা ফেরত দেওয়া হয়। যাতে টাকা সমূহ সদস্যদের উপকারে আসে। এতে সংগঠনেরও উপকার হয় এবং সদস্যদেরও উপকার হয়।