মুজিবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ বরাদ্দের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রান্সফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা কনফারেন্স হল রুমে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেরা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, লোাহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ, লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, কৃষি অফিসার মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুুব আলম শাওন ভূঁইয়া, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান মো. নুরুচ্ছফা চৌধুরী, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী, কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ ওয়াহেদ, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস.এম ইউনুছ, পুটিবিলা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, সাংবাদিক জাহেদুল ইসলাম আধুনগর ইউপি’র প্যানের চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, চরম্বা ইউপি’র প্যানের চেয়ারম্যান মো. সোরাইমান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, উপজেলঅ তথ্য আপা সোমাইয়া আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (পজিব) কানিজ ফাতেমা, ইউনিয়ন ভূমি অফিসের সহকারী শরফুদ্দিন সাদী, মো. এনামুল হক, ভূমি অফিসের অফিস সহকারী রুমী দাশ, লোহাগাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক রায়হান সিকদার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।