নিজস্ব প্রতিবেদক:
লোহাগাড়ার উত্তর আমিরাবাদ ঘোনা পাড়া কাশেম আলীর বাড়ির এলাকায় জায়গা-জমির বিরোধ প্রতিপক্ষের হামলায় এক মহিলা গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় আহত রোকিয়া বেগম (৪০) এর স্বামী বেদার হোসেন বাদী হয়ে লোহাগাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
রোববার (১৭ এপ্রিল) বিকেল বিকেলে এ উপজেলার উত্তর আমিরাবাদ ঘোনা পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
অভিযুক্তরা হলেন ওই এলাকার জানে আলম প্রকাশ কালু, ইরফান, নেজাম উদ্দিন, সমশু আলম, ফকরুল আলম, ফরিদুল আলম, আবদুল বারী ও কুলছুমা বেগম প্রমুখ।
অভিযোগে প্রকাশ, বিবাদীর সাথে বেদার আহমদের পরিবারের দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তির বিরোধ চলে আসছিল। ঘটনারদিন বিবাদীরা দারালো লম্বা দা দিয়ে অতর্কিতভাবে জায়গা-জমি বিরোধকে কেন্দ্র করে রোকিয়া বেগমকে এলোপাতাড়ি মারধর করে এবং ডান পায়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা এগিয়ে আসলে বাবিবাদীরা পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার চরম হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক
বেদার হোসেন জানান, প্রতিপক্ষরা জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে আমার স্ত্রীকে বাড়িতে একা পেয়ে মারধর করেন। এক পর্যায়ে বুকে ফোলা জখম ও পায়ে রক্তাক্ত জখম করে। সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবী জানান।
লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান, মহিলাকে আহত করার বিষয়ে থানায় একটি অভিযোগ দিয়েছে । বিষয়টি সুষ্ঠু তদন্ত করান জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্তদের পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।