নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে রোহীঙ্গা নারীসহ ২ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এসময় ২ হাজার ৫শ ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) সকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়। ১৬ এপ্রিল ভোর রাতে পৃথক অভিযানে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ হৃীলা মোচনী ক্যাম্প এলাকার সাবজাত আহমদ এর স্ত্রী ফাতেমা খাতুন (২৯) ও রামু রাবেদা দেজুয়াপালং কম্বনিয়া পাড়ার মৃত মোহাম্মদ হোসেন এর ছেলে মো: আরিফ (২০)।
লোহাগাড়া থানার ওসি মু. আতিকুর রহমানের নেতৃত্বে এসআই সামছুদ্দৌহা ও এসআই মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
থানা সুত্রে জানা যায়, লোহাগাড়া চুনতি চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাসে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
লোহাগাড়া থানার ওসি মু. আতিকুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্স। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২ মাদক পাচারকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়।