“নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন” এর লোহাগাড়া-সাতকানিয়া-চন্দনাইশ উপজেলার দায়িত্ব শীলদের যৌথ আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ এপ্রিল সাতাকানিয়ার কেরানীহাটে একটি রেস্টুরেন্টের হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের কোর ভোলান্টিয়ার জাহীদ ইসলামের সভাপত্বি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতকানিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রভাষক মনছুরুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেরানীহাট মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শহীদুল ইসলাম বাবর।
চট্টগ্রাম ডিস্ট্রিক এম্বাসেডর রিয়াজ কামাল হীরনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ডিস্ট্রিক এম্বাসেডর শামীল চৌধুরী, বি এইচ সোনিয়া, মো. মোরশিদ আলম, খুলশী জোন এম্বাসেডর শিরিন সোলতানা, লোহাগাড়া উপজেলা এম্বাসেডর জাহেদুল ইসলাম, সাতাকানিয়া উপজেলা এম্বাসেডর সাদিয়া কাউছার, এম.এ হামিদ. চন্দনাইশ উপজেলা এমবাসেডর মুহাম্মদ আবরার উল্লাহ্, বাঁশখালী উপজেলা এম্বাসেডর মনছুর আহমদ আজাদ, পটিয়া উপজেলাএম্বাসেডর মো. দেলোয়ার হোসেন, সদস্য- মিজানুর রহমান চৌধুরী, জাহেদুল ইসলাম, মো. সাইফ উদ্দিন, মো. সাইমুন ইসলাম, মিনহাজ উদ্দিন, মেজাম্মেল হক প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ সাইমুন কবি। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেনথর ইকবাল বাহার জাহিদ সু-স্বাস্থ্য, দেশের শান্তি ও মঙ্গল কামনা এবং ফাউন্ডেশনের সকল সদস্যদেও জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।