নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
আওয়ামী লীগের পদ-পদবী ব্যবহার করে যারা দখল, দুর্নীতিবাজি ও ভূমিদস্যুতা করছে তাদের বিরুদ্ধে আমার অবস্থান।
আসন্ন কক্সবাজার জেলা আওয়ামী লীগের কাউন্সিলে আমি সাধারণ সম্পাদক প্রার্থী। পারিবারিক সিদ্ধান্তে তৃণমূলের সাথে পরামর্শ করেছি। এপথে এগিয়ে যেতে আপনাদের দোয়া চাই। আশা করি পাশে থাকবেন।
কথাগুলো বলছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।
শনিবার (১৬ এপ্রিল) শহরের একটি আবাসিক হোটেলের কনফারেন্স করে আয়োজিত ইফতার মাহফিল ও সংবাদ সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন।
কক্সবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে চেয়ারম্যান জুয়েল বলেন, আমার বাবা একেএম মোজাম্মেল হক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, কক্সবাজার পৌরসভার প্রথম চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের আমরণ সভাপতির দায়িত্বে ছিলেন। আমার বাবা অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ছিলেন। মোজাম্মেল পরিবারের ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য ধরে রাখতে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। দলের নেতৃত্বে আসলে আমি মনোনয়ন বাণিজ্য করব না। হোটেল দখল করব না। নেতা কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকবো।
কায়সারুল হক জুয়েল বলেন, এখন অনেকেই দলীয় পদ নিয়ে নানা অপকর্মে জড়িত আছে।
দলের নামে অপকর্মকারীদের জবাব দিতে আমি সাধারণ সম্পাদক প্রার্থীতা ঘোষণা করছি।
সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিলে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।