ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার পৌরসভার অন্যতম বৃহত্তর সামাজিক সংগঠন পেশকার পাড়া সমাজ কমিটির ২০২২-২৪ সালের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল।
নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান বড়বাজার জামে মসজিদের খতীব মাওলানা কামাল উদ্দিন।
নির্বাচন কমিশনার ও সাবেক পৌর কমিশনার মনছুর আলমের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নুর মোহাম্মদ সিকদার, নির্বাচন কমিশনার আবদুল মাবুদ, আব্দুল হক, স্থানীয় সমাজ সেবক ফরিদুল আলম, আবদুর রহিম, উপদেষ্টা নুরুল আলম মাস্টার, খোরশেদ আলমসহ মান্যগন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠানে সমাজের উন্নয়নে সকল স্তরের জনগণের সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
শপথ অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন পেশকারপাড়া জামে মসজিদে আকসার খতীব মাওলানা শরীফ উদ্দিন, পেশ ইমাম মাওলানা নুরুল আলম হেলালী।
উল্লেখ্য, গত ৩০ মার্চ পেশকার পাড়া সমাজ কমিটির দ্বিবার্ষিক (২০২২-২৪) সালের নির্বাচন হয়।
এতে ফজল করিম সভাপতি, আবু আহমদ সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলম সিনিয়র সহ-সভাপতি, নুরুল ইসলাম বাদশা সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া রেজাউল করিম, মোঃ শফিকুল ইসলাম মাঝু, মোহাম্মদ ইউছুপ সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
ভোটের আগে নুরুল আবছার সহ-সভাপতি, মোঃ আবু তৈয়ব সাংগঠনিক সম্পাদক, আব্দুর রাজ্জাক অর্থ সম্পাদক, মোঃ নেছার উদ্দিন প্রচার ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।