নাজিম উদ্দিন, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড,পেকুয়া শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) পেকুয়া বাজারস্থ ইসলামী ব্যাংক পেকুয়া শাখা কার্যালয়ে ইফতার মাহফিলের এ আয়োজন করা হয়।
ইসলামী ব্যাংক পেকুয়া শাখার এভিপি ও শাখা প্রধান মনির উদ্দিনের সভাপতিত্বে ও প্রিন্সিপল অফিসার এসএম ইখতিয়ার উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাঁশখালী শাখার এভপি ও শাখা প্রধান মোহাম্মদ খানে আলম,পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মজিবুর রহমান, সাতকানিয়া এমইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভাইস প্রিন্সিপল মাওলানা মোহাম্মদ মনিরুল আলম, বিশিষ্ট আলেমেদ্বীন আখতারুজ্জামান, আব্দুল জাব্বার প্রমূখ। এসময় বক্তারা বলেন, ব্যাংক সেবার অন্যান্য শাখা গুলোর তুলনায় ইসলামী ব্যাংকের সেবা অনেকাংশে এগিয়ে।
এ ব্যাংক গ্রাহকদের সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিশেষে বক্তারা ইসলামী ব্যাংক পেকুয়া শাখার আয়োজিত ইফতার মাহফিলকে স্বাগত জানিয়ে ব্যাংকের সফলতা কামনা করেন। এদিকে আলোচনা সভা শেষে পেকুয়া জমিদার বাড়ি জামে মসজিদের খতিব কারী নুরুস সুলতানের দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্তি ঘোষণা করা হয়।