নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা
আনোয়ারায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১০ এপ্রিল) বিকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদরে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। সহকারী কমিশনার তানভীর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ন কবির, কৃষি কর্মকর্তা রমজান আলী, মৎস্য কর্মকর্তা রাশিদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার, ওসি (তদন্ত) সৈয়দ ওমর,মুক্তিযোদ্ধা কমান্ডার(ভারপ্রাপ্ত) আবদুল মান্নান, চেয়ারম্যানদের মাঝে উপস্থিত ছিলেন, নোয়াব আলী, আমিন শরিফ, এমএ কাইয়ুম শাহ, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, কলিম উদ্দিন, মাস্টার ইদ্রীস, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আনোয়ারা হোসেন, মাঈনুদ্দিন গফুর খোকন, যুবলীগ নেতা এম নজরুল ইসলাম, জালাল উদ্দিন ও ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম।