শাহ মুহাম্মদ শফিউল্লাহ, বাঁশখালী:
সারাদেশের মতো চট্টগ্রামের বাঁশখালীতেও পুলিশের উদ্যোগে নির্মিত ঘর পেয়েছে জোহরা বেগম নামের এক গৃহহীন নারী।
গত রবিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে এই ঘর উপকারভোগীর কাছে হস্তান্তর করেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দীন।
জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশের প্রতিটি থানায় একটি করে গৃহহীনকে বাড়ি প্রদান কার্যক্রমের অংশ হিসেবে জোহরা বেগমকে একটি বাড়ি নির্মাণ করে দিয়েছে বাঁশখালী থানা পুলিশ। এতে রয়েছে রান্নাঘর, টয়লেট, টিউবওয়েল ও বৈদ্যুতিক সংযোগও।
উপকারভোগী জোহরা বেগম বলেন, আমি খুব অসহায় একজন নারী। আমার সন্তান গর্ভে থাকাকালীন আমার স্বামী আমাকে ফেলে চলে যায়। আমি রাস্তায় পর্যন্ত বসবাস করেছি। এই অসময়ে পুলিশ অভিভাবকের মতো আমার পাশে দাঁড়িয়েছে। বাঁশখালী থানা পুলিশ জায়গা কিনে আমাকে যে থাকার ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাঁশখালী থানার ওসি কামাল উদ্দীনসহ সকল পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ নিজেদের দায়িত্ববোধ থেকে মানবিক কাজও করে তার প্রমাণ জায়গা ক্রয় করে গৃহ নির্মাণ করে দেওয়া। সারাদেশের মতো বাঁশখালী থানা পুলিশের পক্ষ থেকেও পুঁইছড়ি ইউনিয়নের জোহরা বেগম নামের এক গৃহহীন নারীকে ঘর দেয়া হয়েছে।