নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
লোহাগাড়ার পুটিবিলা এমচর হাট বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মূল্য তালিকা ছাড়া পণ্য বিক্রয়, অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় ১১ টি মামলায় ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১০ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ এ আদালতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মু. আহসান হাবীব জিতু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
জরিমানা আদায়কৃতরা হলেন- জানে আলম ১০ হাজার টাকা, দেলোয়ার হোসেন ২ হাজার টাকা, আবদুল মন্নান ২ হাজার টাকা, মো. ফেরদৌস ৫ হাজা টাকা, নুর হোসাইন ২ হাজা টাকা, মো. ফয়সাল ১ হাজার টাকা, রোবেল দাশ ১ হাজার টাকা, শহীদুল ইসলাম ২ হাজার টাকা, আরফাত হোসেন ২ হাজার টাকা, জসিম উদ্দিন ২০ হাজার টাকা ও মিজানুর রহমান ১০ হাজার টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মু. আহসান হাবিব জাতু বলেন,, পবিত্র রমাদান এর বাজার মনিটরিং এর অংশ হিসেবে এমচর হাট বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা ছাড়া পণ্য বিক্রয়, অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় ১১ টি মামলায় ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযান কালে লোহাগাড়া থানার এসআই নুরুন্নবী, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী ও নয়ন দাশ প্রমূখ।