আবদুর রশিদ , নাইক্ষ্যংছড়ি,
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১০ এপ্রিল) সকাল ১১ টায় বিদ্যালয়ের মাঠে বিজিবি কর্মকর্তাদের উদ্যোগে শিক্ষা সামগ্রি বিতরণ করা হয়।
শিক্ষা সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসেন।
তিনি বিদ্যালয়ের প্রথম থেকে ৫ম শ্রেণীর সকল শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, স্কেলসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিবির উপ-অধিনায়ক কাজী আহাদুল ইসলাম উপস্থিত ছিলেন, সুবেদার অহেদুল ইসলাম, জোন জেসিও আব্দুল লতিফসহ সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক ওমর ফারুক।
এসময় প্রধান অতিথি বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি এলাকার অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা,শীতার্তদের শীতবস্ত্র, ঔষধ, মসজিদ, মন্দির,ক্যাং গির্জায় অনুদান মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল,শিক্ষাবৃত্তি প্রদান আর নানা অভিযানে অস্ত্র, মাদক উদ্ধারে সম্প্রতি এলাকায় প্রশংসিত হয়েছে।