নিজস্ব প্রতিবেদক, চকোরিয়া:
কক্সবাজরের চকোরিয়া উপজেলার সাহারবিল এলাকায় বাবা-ছেলেকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাবব-১৫ এর একটি টিম। এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৮শ পিস ইয়াবা ও দেশীয় তৈরি লোহার অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, যথাক্রমে- চকোরিয়া সাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম সোনা মিয়া (৫৫) ও তার ছেলে রাহামত উল্লাহ (৩৫)।
শুক্রবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্ততার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার সাহারবিল এলাকায় অভিযান চালিয়ে আজিজুল হাকিম সোনামিয়া ও তার ছেলে রহমত উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৯ হাজার ৮শ ইয়াবা ও দেশীয় তৈরি লোহার অস্ত্র উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।