লোহাগাড়া উপজেলার চরম্বা মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের হল রুমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্রগ্রাম আঞ্চলিক শাখার পক্ষ থেকে এ শিক্ষা উপকরন বিতরন করা হয়।
চরম্বা মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও লোহাগাড়া উপজেলাআওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন হীরুর সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মন্নান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইব্রাহিম কবির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে মাদক নিমন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার উপ-পরিচালক সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে- লোহাগাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. খোরশেদ আলম, স্কুলের প্রতিষ্ঠাতা এম. নাজিম উদ্দীন প্রকাশ নজির মেম্বার, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.আসহাব উদ্দীন প্রমূখ।