মো. জাহাঙ্গীর আলম, আনোয়ারা:
আনোয়ারা উপজেলার চাতরী চৌমহনী বাজারের যানজট নিরসন, সড়ক ও ফুটপাত দখল মুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্যাম্যমাণ আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় আল বাইক নামে এক হেটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার(৭ এপ্রিল) বিকালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশন (ভূমি) মো. তানভীর হাসান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল।
তবে অভিযানে ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের উচ্ছেদ জরিমানা করলেও প্রভাবশালী ব্যবসায়ীরা বহাল থাকায় সমালোচনা ঝড়ও উঠে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশন (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবা তৈরী করায় এক রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকী কিছু দোকানকে সতর্ক করা হয়েছে।