মো. পারভেজ, হাটহাজারী:
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) নিয়ে বাকবিতণ্ডায় চট্টগ্রামের হাটহাজারিতে প্রতিপক্ষের হামলায় ফারুক (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গত মঙ্গরবার দিবাগত রাতে হাটহাজারী থানাধীন চসিক ১ নং ওয়ার্ডের আমান বাজারের পশ্চিমে নাজিম উদ্দিনের কলোনীতে এই হত্যাকান্ড ঘটে। নিহত ফারুক ঐ কলোনীর বাসিন্দা বাঁচা মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ফারুকের চায়ের দোকানে টিভিতে আইপিএল খেলা দেখার সময় পছন্দ-অপছন্দের দল নিয়ে নিহত ফারুক ও ফয়সালের মধ্যে বাকবিতার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এই ঘটনার সূত্র ধরে ঐ রাতে প্রায় ২০ জনের একটি দল নিয়ে ফয়সাল ফারুকের উপর হামলা করে। এতে ঘটনাস্থলে ফারুকের মৃত্যু হয়।
হত্যাকারীদের শাস্তি দাবি করে নিহতের মা সুরমা বেগম কান্না বিজড়িত কন্ঠে বলেন, ফয়সাল বাহিনীর হাত থেকে রক্ষা পেতে আমার ছেলে ঘরে ঢুকে পড়লে তারা ঘরের দরজা কেটে ভেতরে ঢুকে আমার ছেলের চোখে ঘুষি মারে। আমার মেয়ে তার ভাইয়ের প্রাণ বাচাঁতে গেলে হামলাকারীরা আমার মেয়েকেও বেদড়ক মারধর করে। হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরে। আমার মেয়েও এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, আইপিএল খেলায় পছন্দ অপছন্দের জেরে প্রতিপক্ষের হামলায় ফারুক নামে এক চায়ের দোকানি হত্যার ঘটনায় মঈনুদ্দিন চিশতি ও আসিফ নামে দুই যুবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।