নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
লোহাগাড়ায় লাগামহীন তরমুজের দাম নেওয়াও মূল্য তালিকা না থকায় অভিযোগে তরমুজ ও ফলের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ন্যায্য মূল্যে তরমুজ কিনে সাধারণ মানুষের মনে স্বস্তি এসছে। ফলের দোকানে মূল্য তালিকা না থাকায় ১৪ মামলায় ১৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
৬ এপ্রিল দুপুরে যৌথভাবে ভ্রাম্যমাণ এ আদালত পরিচারনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু এবং নির্বাহী ম্যাজস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু বলেন, তরমুজের দাম ক্রয়মূল্যের চেয়ে অতিরিক্ত দামি বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। এমন তথ্যের ভিত্তিতে তরমুজের দোকনে অভিযান চালিয়ে ক্রয়সীমার মধ্যে বিক্রি করার পরামর্শ দেওয়া হয় এবং ফলের দোকানে মূল্য তালিকা না থাকায় জরিমানা আদায় করা হয়েছে । এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।