রমজানে নিত্য প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে লোহাগাড়ার চুনতি ও আধুনগর বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৩টি মামলায় মোট ৬৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আহসান হাবীব জিতু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আহসান হাবীব জিতু জানান, পবিত্র মাহে রমদান উপলক্ষে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে যাচ্ছি। তারই অংশ হিসেবে দ্রব্যমূল্যের দাম বেশী রাখার দায়ে ১৩টি মামলায় ৬৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া তরমুজ বিক্রেতা, চাউল বিক্রেতা, শশা বিক্রেতাসহ সকল দোকানদারকে মূল্য তালিকা প্রদর্শন সহ পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।
অভিযানে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানারা এসআই দুলাল বাড়ৈ, ভূমি অফসের নাজির সমির চৌধুরী, অফিস সহকারী মো. ইব্রাহিম প্রমূখ।