পবিত্র মাহে রমজান উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্যে লোহাগাড়ার চুনতিতে অসহায়-গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা চুনতি ইউনিয়ন পরিষদ চত্বরে ২৫০ জন গরীব-অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত খাদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন হরু, কার্য নির্বাহী সদস্য ও চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন জনু কোম্পানী, ইউপি সদস্য মো. শাহ আলম কোম্পানী, লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রিদওয়ানুল হক সুজন, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের শাহ আলম পল্টু, সাধারণ সম্পাদক জানে আলম জানু, চুনতি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ন রশিদ, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন জিকুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।