শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
মুজিববর্ষ উপলক্ষে কুতুবদিয়ায় ৫নং বড়ঘোপ ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশার লোকদের মাঝে সরকারি ভাবে বিনামূল্যে হাউজ হোল্ডসাইলো (ধান-চাল, বিশুদ্ধ পানি সংরক্ষিত করে রাখার জন্য নিরাপদ পারিবারিক প্লাস্টিকের ড্রাম বা মটকা) বিতরণ করা হয়েছে ।
সোমবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা খাদ্যগুদামের মাঠে এ প্লাস্টিকের ড্রাম বা মটকা বিতরণ করা হয়।
এসময়, ৫নং বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, প্যানেল চেয়ারম্যান- তৌহিদুল ইসলাম, মাঈন উদ্দিন হাসেম,হাসিনা আক্তার বিউটি। ইউপি সদস্য, রেজাউল করিম,মাহাবু আলাম, জামাল হোসেন সুজা, সালাউদ্দীন, আজিজুল হাকিমসহ সকল ইউপি সদস্য এবং গ্রামপুলিশ গন উপস্থিত ছিলেন।
উল্লেখ, ৫নং বড়ঘোপ ইউনিয়নের বিতরণের টার্গেট ১ হাজার থাকলেও ৮’শ জনকে বিতরণ করা হয়েছে। ক্রমান্বয়ে বাকীগুলো বিতরণ করা হবে বলে জানা যায়।