লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
লোহাগাড়ায় নিত্য প্রয়োজনীয় দোকানে মূল তালিকা ও মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয়টি মামলায় ৬ জনের কাছ থেকে ১৪ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমনা আদয়কৃতরা হলেন, লোহাগাড়ার আধুনগর খাঁনহাট বাজারের ব্যবসায়ী মো. নুরুল হক ৫ হাজার টাকা, লিটন পাল ৫ হাজার, বিপ্লব পাল ১ হাজার, মোস্তাফিজুর রহমান সওদাগর ২ হাজার, মোটরসাইকেল চালক ওসমান গনি ১ হাজার ও মো. ইদ্রিছ ৫শত টাকা।
রোববার (৩ এপ্রিল) বিকেলে লোহাগাড়া উপজেলার আধুনগর খাঁনহাট বাজারে ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা নিব্যাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
নিব্যাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং এর অংশ হিসেবে পণ্যের মূল্য তালিকা না থাকায় ৪ দোকানীর কাছ থেকে ১৩ হাজার টাকা ও মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এসআই মামুন মিয়া, ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, নয়ন দাশ প্রমূখ।