নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা
কক্সবাজার থেকে পাচারকালে আনোয়ারায় ৫ হাজার ৭০০ পিচ ইয়াবাসহ রুবেল বিশ্বাস (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে গতকাল সোমবার সকালে উপজেলার বারখাইন ইউনিয়নের পিএবি সড়কের তৈলারদ্বীপ সরকার হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মো: আরমান হোসেন (২৬) নামের অপর একজন পালিয়ে যায়।
তাদের বিরুদ্ধে আনোয়ারা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত রুবেলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আনোয়ারা থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদে খবর পেয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বারখাইন ইউনিয়নের পিএবি সড়কের তৈলারদ্বীপ সরকার হাট এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি মোটর সাইকেল থামিয়ে তল্লাশি করে আনুমানিক ১৭ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৭ শত পিচ ই্য়াবা উদ্ধার ও ইয়াবা বহনকারী মোটর সাইকেলটি জব্দ করা হয়।
এসময় রুবেল বিশ্বাস (২৫) নামে একজনকে গ্রেফতার করা হলেও মো: আরমান হোসেন (২৬) নামের অপর একজন পালিয়ে যায়। গ্রেফতারকৃত রুবেল বিশ্বাস বাঁশখালী উপজেলার নাপুরা বাজারের ১১ নং ওয়ার্ড হিন্দু পাড়া এলাকার মৃত উদ্ধভ বিশ্বাসের পুত্র।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, গ্রেফতারকৃত রুবেল বিশ্বাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে বিক্রির উদ্দেশ্য ইয়াবা গুলো নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সোমবারই আদালতে প্রেরণ করা হয়েছে।