নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া
লোহাগাড়া উপজেলা আধুনগর সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে ১৮তম সীরতুন্নবী (স:) ও কবরবাসীরদের ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ মার্চ লোহাগাড়র আধুনগর সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে এ সীরতুন্নবী (স:) ও কবরবাসীরদের ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত সীরতুন্নবী (স:) ও কবরবাসীরদের ইছালে ছাওয়াব মাহফিলে প্রধান ওয়ায়েজ আলোচনা পেশ করেন চট্টগ্রাম স্টেশন রোড জামে মসজিদের খতিব ও মজলিসুল উলামা চট্টগ্রামের এর আমির মাওলানা মামুনুর রশীদ নূরী। প্রধান মুফাচ্ছির হিসেবে আলোচনা পেশ করেন দারুন ইরফান হিফজুল কোরœ মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুহিউদিদন মাহবুব।
কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মওলানা আবু মুছা মুহাম্মদ খালেদ জামিল, পুটিবিলা হামিদিয়া মাদরাসা ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ জহরুল ইসলাম। বাদে আছর আলোচনা পেশ করেন আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা ছব্বির আহমদ।
উক্ত সীরতুন্নবী (স:) ও কবরবাসীরদের ইছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া পরিষদে ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান এম.ডি জোনঈদ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আধুনগর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি/সর্দার মাওরানা নুরুল আলম, সমাজনেতা মনোয়ার হোসেন মনু, ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ ইসমাঈল, আহমদ কবির, হারুনর রশীদ, ডা: খালেদ দেওয়ান প্রমূখ।
আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম স্টেশন রোড জামে মসজিদের খতিব ও মজলিসুল উলামা চট্টগ্রামের এর আমির মাওলানা মামুনুর রশীদ নূরী। মোনাজাতে দেশ ও জাতী কল্যাণ কামনা, সমস্ত কবরবাসীর শান্তি কামনা বিশেষ দায়া এবং মাহফিলে আগত মেহমানদের রোগমুক্তি, গোনাহ্ মাফ চেয়ে মোনাজাত শেষ করা হয়।