শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
কক্সবাজারের কুতুবদিয়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক সপ্তাহব্যাপী মুক্তি উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলাই প্রথম স্থান অর্জন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
শনিবার (২৬ মার্চ) রাতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেলায় অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ২৮ টি স্টলের ১ম, ২য়, ও ৩য় স্থান অধিকারী স্টলকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী ।
এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ ওমর হায়দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহীন আবদুর রহমান প্রমুখ।
এছাড়া, দ্বিতীয় স্থান অর্জন করে শিক্ষা বিভাগ, মৎস্য বিভাগ তৃতীয় স্থান অর্জন করে ভূমি বিভাগ ও এলজিইডি বিভাগ। এছাড়াও অংশগ্রহণকারী সকল স্টলকে সান্তনা পুরস্কার বিতরণ করা হয়।