নিজস্ব প্রতিবেদক:
২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে লোহাগাড়ায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টায় লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রী শহীদ মিনারে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
১৯৭১ সনের ২৫ মার্চ ভয়াল কালরাতে বাঙ্গালীর নিরীহ মানুষের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় শহীদদের স্মরণে ও তাঁদের আত্মার শান্তি কামনায় এ মোমবাতি প্রজ্বলন কর্মসূচি করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মু. আহসান হাবীব জিতু, লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান, কৃষি অফিসার মনিরুল ইসলাম, নির্বাচন অফিসার সাদ্দাম হোসেন রোমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই যশ চাকমা, এসআই নুরুন্নবী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন, মো. ওমর ফারুক, এবং ইউএনও মোঃ আহসান হাবিব জিতুর সহধর্মিণী রওশনা শারমিন রথি ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এসময় সাথে ছিলেন লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী ও ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা।