নিজস্ব প্রতিবেদক:
লোহাগাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক নাজমুল মোস্তফা আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরীরর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
উক্ত পরিচিতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবু সুফিয়ান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাক আহমদ খান।
বক্তারা বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। তবে দেশে গণতন্ত্র বলতে কিছ্ ুনেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসুন আমরা দেশনায়ক তারেক জিয়ার নেতেৃত্ব বিএনপি’র কার্যক্রমকে শক্তিশালী করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়।
উক্ত পরিচিতি সভায় লোহাগাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।