নাজিম উদ্দিন, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় পাওনা টাকা পরিশোধকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে। এসময় ছোট ভাইয়ের ধারালো দায়ের কোপে মো.হেলাল উদ্দিন (৫৮) নামের এক ব্যক্তির বাম হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়।
শুক্রবার (২৫ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ছনখলার জুম এলাকায় এ ঘটনা ঘটে।
জখমী হেলান উদ্দিন একই এলাকার মৃত মাহমুদুল হকের ছেলে। তাকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রিফার্ড করে।
স্থানীয়রা জানায়,পাওনা টাকা নিয়ে হেলাল উদ্দিনের সাথে ছোট ভাই আবু জাফরের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হেলালকে কোপাতে থাকে ছোট ভাই আবু জাফর। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার তিনটি আঙ্গুল কেটে যায়। একটি আঙ্গুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে আবু জাফর পালিয়ে যায়।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন,এখনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।