নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া
বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান মো. আমিনুল ইসলাম আমিনকে ফুলেল শুভেচ্ছা জানালেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লোহাগাড়া শাখার সহ-সভাপতি দানবীর বাবু শুকলাল শীল।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেল ৪ টায় চুনতিস্থ হোটেল ফোর সিজনে তিনি ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লোহাগাড়া শাখার সভাপতি শিক্ষাবিদ সুনীল কুমার চৌধুরী বিএসসি, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এইচএম জসিম উদ্দিন,অর্থ সম্পাদক খোকন সুশীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক রায়হান সিকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আতাউর রহমান মাসুদ, আরিফুল ইসলাম রিফাত, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদের সভাপতি ডাঃ সুকুমার নাথ, সাংগঠনিক সম্পাদক ডাঃ তাপস দাশ, অর্থ সম্পাদক রনি দাশ,ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মুকুল দত্ত, কার্যনির্বাহী সদস্য ডাঃ সুজন কান্তি নাথ, অসিত কান্তি দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া শাখার অর্থ সম্পাদক রণি দাশ, কার্যনির্বাহী সদস্য প্রদীপ শীল উপস্থিত ছিলেন।