নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) লোহাগাড়া উপজেলা পাবলিক হল রুমে সপ্তাহ ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ এবং আলোচনা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু, লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান, উপজেলা কৃষি অফিসার মো. মনিরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা পুলিন দে।
এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসার মো. সাদ্দাম হোসেন রোমান খান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ওমার ফারুক সহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সপ্তাহ ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় স্টলে ভাল সেবা প্রদানের জন্য প্রথম হয়েছেন লোহাগাড়া উপজেলা কৃষি অফিস, দ্বিতীয় হয়েছেন লোহাগাড়া উপজেলা ভূমি অফিস ও তৃতীয় হয়েছেন লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। এছাড়া বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।