নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
লোহাগাড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আধুনগর উচ্চ বিদ্যালয়ে মহান মুক্তিযোদ্ধের বীরত্বগাঁথা স্মৃতিচারণ মুলক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২০ মার্চ সকালে উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয়-এর উদ্যোগে বিদ্যালয় হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা স্মৃতিচারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ইকবাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক শিপু বড়ুয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দীন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল, বীর মুক্তিযোদ্ধা জনাব মুহাম্মদ রফিক দিদার, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ ওসমান গণি, মুহাম্মদ আব্দুর রহমান, দোলন কান্তি নাথ প্রমূখ।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ বক্তব্যে মুক্তিযুদ্ধ চলাকালীন তাঁদের বীরত্বগাঁথা অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।