নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
লোহাগাড়ার পদুয়ায় তেওয়ারিহাট বাজারে অধিক দামে মাংস বিক্রি করায় ৩ জন মাংস বিক্রেতাসহ ৫ জনের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪৭ হাজার টাকা জরিমানার টাকা আদায় করা হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) সকালে ভ্রাম্যমাণ এ আতালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
জরিমানা আদায়কৃতরা হলেন- উপজেলার পদুয়া তেওয়ারিজা বাজারের মাংস বিক্রেতা মু. এরশাদ ১০ হাজার টাকা, মনসুর আলম ১৫ হাজার টাকা, মো. আবদুল্লাহ ২০ হাজা টাকা, বিনা অনুমতিতে ভিডিও ধারণ করায় মো. মিনহাজ ১ হাজার টাকা, অবৈধভাবে পার্কিং ও লাইসেন্স না থাকায় মিজান ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, অতিরিক্ত দামে গরুর মাংসের দাম বেশি নেওয়ায় সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অধিকমূল্যে মাংস বিক্রির অপরাধে ৩ মাংস ব্যাবসায়ীর কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বিভিন্ন অপরাধে আরো ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণ রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এতে কাউকে ছাড় দেওয়া হবে না।