মো. পারভেজ, হাটহাজারী:
হাটহাজারীতে সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় মো. হারুন (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হওয়ার ঘটনা ঘটে। সে উপজেলার পৌর সদরের ৭ নং ওয়ার্ডের নুরুল ইসলাম মেম্বারের বাড়ির মৃত আবুল খায়ের ছেলে।
১৪ মার্চ (সোমবার) চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে উপজেলার মিরেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে নিহত হারুন আটা নিয়ে বাড়ির ফেরার পথে ঘটনাস্থলে হাটহাজারী মুখী একটি সিএনজি চালিত অটোরিক্সা ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ।বস্থার অবনতি হলে পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।