লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা নাথ পাড়া এলাকায় গভীর রাতে বসতঘর ও ব্যাটারী চালিত ২টি রিক্স ্ওবং ২টি ছাগল আগুনে পুঁড়ে ছাই হওয়ার ঘটনা ঘটে। এঘটনায় আগুন নেভাতে গিয়ে বুবুল নাথ নামের এক ব্যক্তি আহত হয়েছেন।
গত রোববার দিনগত রাত ৩টায় এ ঘপনাটি ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জানান স্থানীয়রা। ক্ষতিগ্রস্থরা হলেন- ওই এলাকার বাবুল নাথ ও সুমন নাথ। এতে বসত ঘরের মালামাল, ২টি রিক্সা, ২টি ছাগল ও নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।
ক্ষতিগ্রস্থরা জানান, প্রতিদিনের মতো দিনে রিকশা চালিয়ে রাতে বাড়ির একটি কক্ষে রাতে ব্যাটারী চলিত রিক্সা ২টি চার্জে দিয়ে ঘুমি পড়ি। রাতে আশপাশের লোকজন আগুন আগুন দেখে চিৎকার করলে ঘুম থেকে উঠে আগুন নিয়ন্তনে আনতে সক্ষম হয়। ঘটনার পরপরই বসতবাড়িসহ মালামাল, ব্যাটারী চালিত ২টি রিক্সা, ২টি ছাগল ও নগদ টাকা পুঁড়ে ছাই হয়ে যায়।
পুটিবিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইকবাল বলেন, আগুনে পুঁড়ে বসতবাড়ি ছাই হওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে সার্বিক সহযোগতা করা হবে বলেও জানান তিনি।