ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার শহরে দুইটি ছোরাসহ চার কিশোর আটক করেছে পুলিশ।
তারা হলো- উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকার মোঃ হোসেনের ছেলে জুয়েল (১৯), শহরের ঘোনারপাড়ার ইয়াসিনের ছেলে মো জসিম (১৬), সমিতি পাড়ার সোনা মিয়ার ছেলে মো. সোহেল (১৬) ও রামু কলঘর বাজারের আব্দুর রাজ্জাকের ছেলে আমজাদ প্রকাশ সম্রাট (১৬)।
শুক্রবার (১১মার্চ) দিবাগত রাত সাড়ে তিন টার দিকে ঝাউবন ও পউষী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা পেশাদার ছিনতাইকারী ও চিহ্নিত অপরাধী বলে পুলিশের দাবি।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কিশোর অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।