নিজস্ব প্রতিবেদক
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় হিফয শিক্ষা বোর্ডের অধীনে ‘কেন্দ্রীয় সনদ পরীক্ষা’ কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) কক্সবাজার শহরের বদর মোকাম সংলগ্ন চেমন শমসের হিফয মাদরাসা ও চকরিয়া পৌরসভার তারতিলুল কুরআন মাদরাসা কেন্দ্রে ১০, ২০ ও ৩০ পারা গ্রুপে পৃথক পরীক্ষায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
এতে কেন্দ্রীয় পরীক্ষক ছিলেন আবুল বাসার সাদী ও আব্দুল্লাহ আল জিহাদ।
পরীক্ষার সার্বিক তত্বাবধানে ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় পরীক্ষা বোর্ডের সদস্য সচিব হাফেজ মাওলানা জামাল উদ্দিন তাওহীদ।
এ সময় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সহসভাপতি মাওলানা শামসুল হক, মাওলানা হাফেজ একরামুল হক, মাওলানা হাফেজ আলী হায়দার, প্রচার সম্পাদক মাওলানা হাফেজ আবুল কাশেম, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মাহমুদুল হাসান, শিক্ষা সম্পাদক মাওলানা হাফেজ এমদাদ উল্লাহ, সহ শিক্ষা সম্পাদক মাওলানা হাফেজ ছৈয়দ করিম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা হাফেজ আমিরুল ইসলাম, সদস্য মাওলানা হাফেজ নুরুল আমিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পরীক্ষায় উত্তীর্ণদের বোর্ডের পক্ষ থেকে সনদ ও পুরস্কৃত করা হবে।