অযৌক্তিক মূল্য বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের সতর্ক করলো প্রশাসন
ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার শহরের বড় বাজারে ভোজ্য তেলের মজুদ যাচাই ও বাজারমূল্য মনিটরিংয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্ব অভিযানে ভোজ্য তেল বিক্রেতাগণকে অতিরিক্ত মজুদ করে কৃত্রিম সংকট তৈরি এবং অযৌক্তিক মূল্য বৃদ্ধি না করতে সতর্ক করা হয়।
এ সময় সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রত্যয় ব্যক্ত করেন বিক্রেতা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অভিযানকালে ব্যাটেলিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জনস্বার্থ জেলা প্রশাসনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।