মোঃ পারভেজ, হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীতে ফরহাদাবাদস্থ সরকারি শিশু পরিবার (বালক) এর উদ্যোগে “ এসো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ হৃদয়ে ধারণ করি, তাঁরই লালিত স্বপ্নের সুখী-সমৃদ্ধ স্বদেশ গড়ি” শীর্ষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ নিয়ে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
সোমবার প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের নিবাসী শিশুরা ৭ই মার্চে ১৮ মিনিটের ভাষণে বঙ্গবন্ধুর অঙ্গভঙ্গি, কথা বলার ভঙ্গি, পরিহিত পোশাক অনুকরণ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে প্রতিষ্ঠানের উপতত্ত্ববধায়ক মোহাম্মদ আলমগীর ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী যথাক্রমে পাইসিউ মারমা, জাবেদ হোসেন মাসুম ও উখ্যাইওয়াং মারমার হাতে পুরস্কার স্বরূপ বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন বই সমূহ তুলে দেন।
উক্ত প্রতিযোগীতায় বিচারক প্যানেল এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে সহকারি তত্ত্বাবধায়ক মোঃ মমিনুল হক, সহকারি শিক্ষক মুহাম্মদ হারুনর রশিদ, অফিস সহকারি মো. কামরুল হাসান ও শিক্ষক মোঃ আরিফ হোসেন।