ইমাম খাইর, কক্সবাজার
কথা, গান, নাটকের মাধ্যমে বাল্য বিয়ে রুখার শপথ নিয়েছে একঝাঁক কিশোর-কিশোরী। যাদের কন্ঠে বেজেছে বাল্য বিয়ের করুণ পরিণতির কথা। প্রতিধ্বনিত হয়েছে কুফল। কম বয়সে বিয়ে করলে কী ঝুঁকি এবং আইন বিরোধী কর্মের ইতিবৃত্ত চিত্রিত করেছে খুদে শিল্পী ও অভিনেতারা।
৮ মার্চ বিকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে ‘বাল্য বিয়ে রুখবো, সম্ভাবনার আগামী গড়বো’ এই প্রতিপাদ্যে পথনাটক আয়োজন করেছে ইউএসএআইডির উজ্জীবন এসবিসিসি প্রকল্প।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডাঃ মোঃ রাকিবুল্লাহ, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হালিমুল্লাহ। এ সময় আয়োজকদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গান ও অভিনয়ের মাধ্যমে বাল্য বিয়ের ক্ষতির নানা দিক উপস্থাপন করেন কিশোর কিশোরীরা। সেই সাথে উত্তরণের উপায় জানানো হয়।
পথনাটক প্রদর্শনে সার্বিক সহযোগিতা করে জনস হপকিনস সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস।
শেষে বাল্য বিয়ে প্রতিরোধে গণস্বাক্ষর নেয়া হয়।
উল্লেখ্য, বাল্য বিয়ে বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০২১ সালের ২৯ আগষ্ট থেকে সারাদেশে ১০ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচি শুরু হয়েছে।