নিজস্ব প্রতিবেদক:
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী নুরুল কবির (৬৬)কে নিজ বতস ঘর থেকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
এসময় তার বাড়িতে তল্লাশী চালিয়ে ২শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। সে উপজেলার বড়হাতিয়া বাগিচার পাড়ি পাড়া এলাকার মৃত ফকির আহাম্মদ এর ছেলে।
সোমবার (৭ মার্চ) সকালে গ্রেপ্তারকৃতের বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই রেজওয়ানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী নুরুল কবিরকে গ্রেপ্তার করেন থানা পুলিশের একটি টিম। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার সকাল আদালতে সোপর্দ করা হয়েছে।