লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা দক্ষিণ সদর গোয়াল মথন এলাকার আবুল খায়েরের ছেলে মো: রিফাত(২১) ও কক্সবাজারের চকরিয়া কাকারা এলাকার সতিস পালের ছেলে প্রভাত রুদ্র পাল (৩৬)।
২ মার্চ রাতে গ্রপেন সংবাদের ভিত্তিতে লোহাগাড়ার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যাত্রিবাহী বাসে যাত্রীর দেহ তল্লাশী করে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে ৩ মার্চ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই সামছুদ্দেৌহা সঙ্গীয় ফোর্সসহ নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে চলামান অভিযানে ২ ইয়াবা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।